অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননের অর্থনীতি ভেঙ্গে পড়ার মুখে


Every day for more than a month, demonstrators have been in the streets expressing their anger and celebrating what they call their "revolution" in Beirut, Lebanon, Nov. 17, 2019. (Heather Murdock/VOA)
Every day for more than a month, demonstrators have been in the streets expressing their anger and celebrating what they call their "revolution" in Beirut, Lebanon, Nov. 17, 2019. (Heather Murdock/VOA)

বৈরুতের কিছু অংশ যেখানে প্রতিবাদকারীর অবস্থান নেয়, আর্থনীতিক প্রতিষ্ঠানগুলো সেখানে বন্ধ রয়েছে। ওদিকে দেওয়ালে শুকরের কার্টুন ছবি, ডলারের চিহ্ন আকা রয়েছে। দেওয়াল লিখনে বিপ্লবের ডাক দেওয়া হয়েছে।

শহরের অন্যান্য এলাকায় ব্যাংকগুলো সতর্কতার সঙ্গে পুনরায় খুলেছে। প্রায় ১ মাসের বেশী সময় ধরে ব্যাংকগুলো অধিকাংশ সময় বন্ধ ছিল। সেই অক্টোবার মাস থেকে প্রতিদিন দুর্নীতি বিরোধী প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে।

অর্থনীতিবিদরা মনে করেন লেবাননের আর্থনীতিক পরিস্থিতি প্রায় ভেঙ্গে পড়ার সম্মুখীন। তারা মনে করেন সরকার গঠন ও বিক্ষোভ অবসানই হচ্ছে এই সমস্যা নিরসনের একমাত্র পথ।

XS
SM
MD
LG