অ্যাকসেসিবিলিটি লিংক

হংকংএ প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে


Riot police use pepper spray to disperse pro-democracy activists inside a mall after a march at Sha Tin District of East New Territories, Hong Kong, China July 14, 2019. REUTERS/Tyrone Siu - RC1185868060
Riot police use pepper spray to disperse pro-democracy activists inside a mall after a march at Sha Tin District of East New Territories, Hong Kong, China July 14, 2019. REUTERS/Tyrone Siu - RC1185868060

রবিবার হংকংএ বেজিংএর এক লিয়েঁজো দফতরে, সরকার বিরোধী প্রতিবাদকারীরা চীনের জাতীয় প্রতীকচিহ্ন নষ্ট করে দেওয়ায় চীন ক্ষুব্ধ হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন উগ্রপন্থী বিক্ষোভকারীদের কার্যকলাপে, এক দেশ দুই ব্যবস্থার নীতি ক্ষুন্ন হচ্ছে। ১৯৯৭ সালে ব্রিটেন যখন চীনের কাছে হংকং হস্তান্তর করে, সেই শর্তের অধীনে হংকং এর বিশেষ মর্যাদার কথাই তিনি উল্লেখ করছিলেন।

হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। রবিবার হংকং পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য কাদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

XS
SM
MD
LG