বাংলাদেশ থেকে ক্ষমতাসীন আওয়ামি লীগের একটি প্রতিনিধিদল কলকাতায় রাজ্য প্রশাসনের সদর কার্যালয় নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন – জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
শনিবার শ’ দু’য়েক ধর্মগুরু ও উলেমার উপস্থিতিতে , দিল্লির জামে মসজিদের ঈমাম সৈয়দ আমের বুখারি নিজের ১৯ বছরের পুত্র শাবাম বুখারিকে নায়েব ইমাম বা সহকারি ইমাম পদে অভিসিক্ত করলেন-কিন্তু আইন অনুযায়ি দেশের সর্ববৃহত এই জামা মসজিদের মালিকানা রয়েছে দিল্লির ওয়াকফ বোর্ডের হাতে।বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।