অ্যাকসেসিবিলিটি লিংক

শত শত রোহিঙ্গা নৌযানে ইন্দোনেশিয়া পৌছোয়


Ethnic Rohingya women and children whose boats were washed ashore on Sumatra Island board a military truck to be taken to a temporary shelter in Seunuddon, Aceh province, Indonesia, Sunday, May 10, 2015.
Ethnic Rohingya women and children whose boats were washed ashore on Sumatra Island board a military truck to be taken to a temporary shelter in Seunuddon, Aceh province, Indonesia, Sunday, May 10, 2015.

মিয়ানমারের প্রায় ৫০০ রোহিঙ্গা মুসলমান নিয়ে কয়েকটি নৌযান ইন্দোনেশিয়ার পশ্চিমা্যঞ্চলে গিয়ে পৌছোয়। দীর্ঘ দিন ধরে রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারে নির্যাতিত হচ্ছে।

উদ্ধারকর্মীরা বলেন রবিবার উত্তরের আচে প্রদেশে পুরুষ, মহিলা ও শিশুরা গিয়ে পৌছোয়। কর্মকর্তারা বলেন তাদের মধ্যে বেশির ভাগই মিয়ানমারের তবে কয়েকজন বাংলাদেশের।

মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বিরা সংখ্যাগুরু সম্প্রদায়। রোহিঙ্গা জাতিগোষ্ঠির জনগনকে মিয়ানমার সরকার স্বীকৃতি দেয় না। তারা তাদের বাংলাদেশ থেকে আগত অবৈধ অভিবাসী বলে মনে করে এবং তাদের বাঙ্গালী বলে আখ্যায়িত করে।

মুসলিম রোহিংগাদের মিয়ানমারে নাগরিকত্ব বা অন্যান্য মৌলিক অধিকার দেওয়া হয় না। সাম্প্রতিক বছরগুলোতে চরমপন্থী বৌদ্ধ বিক্ষুব্ধ জনতার সহিংসতার শিকার হয় মুসলিম রোহিঙ্গারা।

XS
SM
MD
LG