অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে রাজনৈতিক খুনোখুনিতে গত ছয় মাসে মৃত্যু হয়েছে ৪৯১ জনের


indian national symbols
indian national symbols

আপাত ভাবে গত প্রায় চার দশক ধরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্থিতি রয়েছে। ১৯৭৭ সাল থেকে ৩৪ বছর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্য শাসন করেছিল বামফ্রন্ট সরকার। আবার, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকারও ক্ষমতায় এসেছে বিপুল ভোটে জয়ী হয়ে। তা সত্বেও রাজ্যে রাজনৈতিক খুনোখুনি গত ছয় মাসে মৃত্যু হয়েছে ৪৯১ জনের। বিস্ময় এই সংখ্যাটি নিয়েই।

তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর মত কোনও রাজনৈতিক শক্তি এখন রাজ্যে নেই। বিজেপি আশা জাগালেও তেমন জন সমর্থন দেখতে পায়নি কোনও নির্বাচনেই। বামপন্থীরা ২০১১-র পরাজয়ের পর থেকে যেন গুটিয়েই রয়েছেন। আর, কংগ্রেস? তাদের অস্তিত্বই এখন সঙ্কটে। অবশ্য, তৃণমূলেই দলীয় অন্তর্দ্বন্দ্ব এখন তুঙ্গে। তাদের মধ্যে নিত্য হানাহানি থামবার লক্ষণ নেই।

রাজ্যে বিধানসভা নির্বাচন আর ১০ মাস পরে। রাজনৈতিক মহলের আশঙ্কা, এখন থেকে বেড়েই চলবে রাজনৈতিক রক্তস্নান। ২০১৬-র নির্বাচনে সরকার বদলের সম্ভাবনা অন্তত এই মুহূর্তে তেমন প্রবল নয়। তা সত্বেও কেন যে খুনোখুনি, বলা কঠিন।শুনুন ভয়েস অফ এ্যামেরিকার কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG