পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত 12 টি জেলায় ইংরেজি মাধ্যমের মাদ্রাসা স্কুল তৈরির উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর রাজ্যের সংখ্যালঘু ছাত্র ছাত্রী দের শিক্ষার আরো প্রসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পে এখনো পর্যন্ত রাজ্যের 5 টি নদীয়া,মুর্শিদাবাদ,উঃ24পরগনা,দঃ24পরগনা এবং হাওড়া জেলা মিলিয়ে 5টি তৈরী হয়ে গিয়েছে।
যদিও এই প্রকল্পে স্কুল স্থাপনে জমি পাওয়া নিয়ে বড় সমস্যা দেখা দিয়েছে।এবং এই কারনেই কলকাতায় এই প্রকল্পে স্কুল তৈরীর ব্যাপারে চিন্তায় পড়েছে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক রা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চাইছেন সব জায়গাতেই এই উদ্যোগ বাস্তবায়িত হোক।
মুখ্যমন্ত্রীর বক্তব্য ইংরেজী মাধ্যম মাদ্রাসা তৈরী হলে সেখান থেকে উঠে আসা ছাত্রছাত্রীরা আর 5টা নামকরা স্কুলের পড়ুয়াদের টেক্কা দিতে পারবে।এবংসংখ্যা লঘু ছাত্রছাত্রীদের ভবিষ্যত উজ্বল হবে।
তাই কলকাতা আপাতত মহসিন গার্লসে প্রাথমিক ভাবে পঠন পাঠন শুরু হয়েছে এবং পরবর্তী পাকাপাকি ভাবে ব্যবস্থা করা হবে বলেই মাদ্রাসা পর্ষদ সূত্রের খবর।
পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: