অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গল পেরিয়েও ইরান আলোচনা তো হতেই পারে- নয় কেন, বলেছেন হোয়াইট হাউস মূখপাত্র


ইরানের পারমানবিক কর্মসূচী কেন্দ্রীক আলোচনায় ব্যাপৃত পক্ষগুলো তাঁদের ভিয়েনা আলোচনায় তাঁদের নিজেদেরই নির্নিত চূড়ান্ত সময় সীমা আজ মঙ্গলবারের ভেতরেই একটা সর্বাত্মক রফায় পৌঁছুতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন- বিবিধ প্রশ্নের মতদ্বৈধতা রয়েছে কিন্তু- সেই সঙ্গে আলোচনাও আরো দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

ইরান এবং যুক্তরাষ্ট্র,বৃটেন,চীন,ফ্রান্স,রাশিয়া ও জার্মানীর ৬ জাতি গ্রুপের মধ্যেকার আলোচনা দূ’ঘন্টাস্থায়ি হয়- শুরু হয় সোমবার গভীর রাতে- চলে মঙ্গলবার কাকভোর অবধি।দু’ পক্ষই রফার জন্যে নির্ধারিত নিজ নিজ দলের বিষয়গুলো তুলে ধরেন- যাতে বিধিনিষেধ প্রশমনের বিনিময়ে ইরানের পারমানবিক কর্মসূচীতে সীমাবদ্ধতা টানা সম্ভব হয়।

এই প্রস্থের কথাবার্তা হয় এপ্রিলে উপনীত পরিকাঠামো ঐকমত্যের ভিত্তিতে।কথা ছিলো গত সপ্তাহেই আলোচনা শেষ হবে- হয়নি, মেয়াদ সম্প্রসারিত হয়েছিলো আরো সাত দিন।এখন আবার দু’ পক্ষেই আভাসে-ইঙ্গিতে বলা হচ্ছে-হয়তো সময় লাগতে পারে আরো কিছু।সোমবার ইরানের তরফের জনৈক পদস্থ কর্তাব্যক্তি বলেন-নির্দিষ্ট করে নির্নিত কোনো সময়সীমার কথা বলা যাচ্ছেনা,যুক্তরাষ্ট্রের তরফে বিচার-বিশ্লেষনের প্রক্রিয়া চলছে- তবে,সবাই যে সেসবে রাজি হবে সেটাও বলা যায়না।

বৃহস্পতিবারের ভেতরে ঐকমত্য কিছু হলেও রফা পর্যালোচনার জন্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ৩০ দিন সময় দরকার হবে।

ইতিমধ্যে, হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন- মঙ্গল পেরিয়েও আলোচনা তো হতেই পারে- নয় কেন।

XS
SM
MD
LG