অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ঘোষনা ছাড়াই ইরাক সফরে গিয়েছেন যুক্তরাস্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার


ইসলামিক স্টেট জঙ্গীদের সঙ্গে যুদ্ধরত সেনা সদস্যদের অবস্থা স্বচক্ষে দেখতে পূর্ব ঘোষনা ছাড়াই ইরাক সফরে গিয়েছএন যুক্তরাস্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার। বৃহস্পতিবার সকালে তিনি বাগদাদ পৌঁছান।

ইরাকী প্রধানমন্ত্রী হায়দার এল আবাদী, প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবেয়দীসহ তিনি বৈঠক করবেন ইরাক সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। পেন্টাগন প্রধান এ্যাশ কার্টার ইরাকের সুন্নী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠির সঙ্গে যুদ্ধরত ইরাকী বাহিনির বিমান আক্রমন ও প্রশিক্ষনে সহায়তা করছে যুক্তরাস্ট্রের সেনা কর্মকর্তারা।

প্রতিরক্ষামন্ত্রী হিসাবে কার্টার প্রথম ইরাক সফর করছেন। চলকতি সপ্তাহেই এর আগে তিনি ইসরাইল জর্ডান ও সৌদী আরব সফর করেন।

XS
SM
MD
LG