অ্যাকসেসিবিলিটি লিংক

সাইবার হামলার কবলে যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা!


CYBER SECURITY
CYBER SECURITY

যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম NBC’র রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, অন্ততপক্ষে ২০১০ সাল থেকেই চীনের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ই-মেইল হ্যাক করে আসছে।

এই সাইবার হামলার লক্ষ্যবস্তু ছিল, যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা এবং গোয়েন্দা কর্মকর্তাদের ব্যক্তিগত ই-মেইল। সরকারী ই-মেইল এর নিরাপত্তা ব্যাবস্থা কঠোর হবার কারনে হ্যাকাররা ব্যক্তিগত ই-মেইল এ অনুপ্রবেশের এই চেষ্টা চালিয়েছে। এবং তা এখনো চলছে।

এমনকি এই সাইবার হামলায়, কর্মকর্তাদের ই-মেইলের এড্রেস বুক থেকে পরিবার পরিজনদের ই-মেইল সংগ্রহ করা হয়েছে এবং সেসব ই-মেইলে মালওয়ার পাঠানো হয়েছে।

২০১১ সালে গুগল প্রথম, সরকারী কর্মকর্তাদের ব্যক্তিগত Gmail এ হ্যাকারদের অনুপ্রবেশের এই ঘটনা প্রকাশ করে।

XS
SM
MD
LG