অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা,চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে বিশেষ সতর্কতা


ঢাকা, চট্টগ্রাম ও সিলেট
বিমানবন্দরে বিশেষ সতর্কতা
নাশকতার আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। একইসঙ্গে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে এই ব্যবস্থা নেয়া হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে নাশকতামূলক ঘটনা ঘটতে পারেÑ এমন তথ্য পাওয়ার পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রেড এলার্ট নয়, নিরাপত্তা জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের আশপাশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া বাসস্টেশন, চট্টগ্রাম বন্দর ও আদালত ভবনের আশপাশেও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। সিলেটেও একই ব্যবস্থা নেয়া হয়েছে। ওদিকে ঢাকার হোসনি দালানে বোমা বিস্ফোরণের পটভূমিতে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা হালনাগাদ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে বলা হয়েছে, বিদেশী নাগরিকদের জন্য এখনও বাস্তব ও বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। এই সতর্ক বার্তায় মার্কিন নাগরিক, দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারগুলোকে মোটরসাইকেল, বাইসাইকেল ও রিকশাসহ হেঁটে চলাচল করতে নিষেধ করা হয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG