অ্যাকসেসিবিলিটি লিংক

চীন , দক্ষিন চীন সাগরের যে দ্বীপটিকে নিজের বলে দাবি করে,তারই ঘনিষ্ঠ সান্নিধ্যে রণতরী পাঠানোয় যুক্তরাষ্ট্রের প্রতি ধিক্কার ব্যক্ত করেছে-


চীন , দক্ষিন চীন সাগরের যে দ্বীপটিকে নিজের বলে দাবি করে এবং দখল করে রয়েছে,তারই ঘনিষ্ঠ সান্নিধ্যে একটা রণতরী পাঠানোয় আপত্তি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি ধিক্কার ব্যক্ত করেছে- এটাকে তারা যুদ্ধের প্রান্তসীমায় উপনীত হওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টির উদ্যোগ নামে অভিহিত করেছে, যে সাগরবক্ষ দিয়ে এই তামাম দুনিয়ার অর্ধেক পরিমান মালামাল চলাচল করে – অর্থমূল্যে, বাৎসরিক হিসেবে যা কিনা পাঁচ লক্ষ কোটি ডলারেরও বেশি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন- মহাসমুদ্রের নৌ চলাচলে অধিকার বিধিতে গাইডেড মিযেল সজ্জিত এ রণতরীর অভিযাত্রা নিতান্তই নিয়মমাফিক এবং আইনসিদ্ধ এবং চীনের ভূখন্ডগত দাবি দাওয়াকে প্রশ্নবিদ্ধ করা এর উদ্দেশ্য নয়।

যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা বলছেন- ঐ রণতরী Lassen-এর যাত্রা পথে অনিয়মিত কোনো ঘটনা ঘটেনি এবং এ্যামেরিকার এ রণতরীর সাগর-যাত্রা নজরদারি করছে চীনের এমনি একটি নৌযান নিরাপদ দূরত্বেই অবস্থান করেছে।

XS
SM
MD
LG