অ্যাকসেসিবিলিটি লিংক

মালির হোটেল হামলার দায় স্বীকার করেছে আল কায়দা সংশ্লিষ্ট দুটি দল।


Mali Attack
Mali Attack

মালির রেডিসন হোটেলে শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে আল কায়দা সংশ্লিষ্ট দুটি দল। জঙ্গি সংগঠন আল-কায়েদা ইন ইসলামিক মাগরেব (AQIM) ও তাদের সহযোগী সংগঠন আল-মোরাবিতুন এ হামলার দায় স্বীকার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাতিসংঘ এবং মালির সেনারা হোটেলটি ঘিরে রেখেছে। হোটেলের প্রধান প্রধান সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। দেশটি তার নাগরিকদের যে যেখানে আছে সেখানে থাকার এবং হোটেল অবরুদ্ধ থাকার সময় ঝুঁকি না নেয়ার আহবান জানিয়েছে।

শুক্রবার ইসলামি স্লোগান দিয়ে অন্ততপক্ষে চারজন বন্দুকধারী রাজধানীর ঐ হোটেলটিতে ১৭০জনকে তারা জিম্মী করেছিল। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড জানিয়েছে, উদ্ধার পাওয়া জিম্মীদের মধ্যে ছয়জন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। এবং যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী উদ্ধার অভিযানে হোটেলের বাইরে থেকে সাহায্য করেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছে।

XS
SM
MD
LG