১২০ তম বস্টন ম্যারাথনে ইথিয়পীয় খেলোয়াড়দের আধিপত্য লক্ষ্য করা গেছে।পুরুষ এবং মহিলা দুটো বিভাগেই ইথিয়পীয় খেলোয়াড়রা জিতে নিয়েছে শিরোপা।
পুরুষদের দৌড়ে লেমি বারহানু হেইল ২ ঘন্টা ১২ মিনিট এবং ৪৫ সেকেন্ড এ তার দৌড় শেষ করেন। তৃতীয় স্থানেও ছিলেন ইথোপীয় খেলোয়াড় ঈয়েসেন সিগেই।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ান হন ইথিয়পীয় খেলোয়াড় আটসিদি বাইসা। তিনি ২ ঘন্টা ২৯ মিনিট এবং ১৯ সেকেন্ড এ তার দৌড় শেষ করেন।
অনেক অ্যামেরিকান শীর্ষ দৌড়বাজ প্রতিযোগীতায় টিকে থাকতে পারেননি তবে তারা ২০১৬ সালের ব্রাজিলের রিও ডি জিনারিও তে গ্রীষ্মকালীন অলিম্পিকস এ অংশগ্রহনের প্রস্তুতি নিচ্ছেন।