অ্যাকসেসিবিলিটি লিংক

শিশুপাচার তদন্তে বিশেষ কমিটি গঠন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী


ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক কালে পর পর ঘটে যাওয়া শিশুপাচার কাণ্ডে এবার সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একাধিক শিশুপাচারের ঘটনা যখন সামনে আসছে, তখন পুরো বিষয়টি তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করলেন তিনি৷

বাদুড়িয়ার নার্সিংহোমে শিশুপাচার কাণ্ডের খোঁজ প্রথম পায় সিআইডি৷ তদন্ত যত অগ্রসর হয়, দেখা যায় জাল আরও গভীরে বিস্তৃত৷ একাধিক এনজিও, চিকিৎসক, হোম এই বিরাট দুর্নীতির সঙ্গে জড়িত আছে বলে জানা যায়৷

শুধু বাদুড়িয়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই চক্র ছড়িয়ে আছে বলে জানা যাচ্ছে৷ ইতোমধ্যেই এই কাণ্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছিল বিরোধীরা৷ পুরো বিষয়ের তদন্তের জন্য এবার বিশেষ কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী৷

মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি এই কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব এবং শিশু ও নারী কল্যাণ দফতরের সচিব৷ যেহেতু এই কাণ্ড গোটা রাজ্যের উদ্বেগের বিষয়, তাই এই কমিটিতে রাজনৈতিক ভেদাভেদের ছোঁয়া রাখেননি মুখ্যমন্ত্রী৷ বাম ও কংগ্রেসের তরফে সুজন চক্রবর্তী ও আব্দুল মান্নানকেও কমিটিতে রাখার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। তাঁর এই আবেদনে সাড়াও দিয়েছে বিরোধী শিবির৷ কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG