অ্যাকসেসিবিলিটি লিংক

জমি বিক্ষোভের জেরে থমকে গেল বিশ্ববাংলা বিশ্ব বিদ্যালয়ের কাজ


জমি-বিক্ষোভের জেরে থমকে গেল রাজ্যের বীরভূম জেলার বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ। এই প্রকল্পের সংশ্লিট জমির সীমানার পাঁচিল ভেঙে টায়ারে আগুন জ্বালিয়ে আজ বিক্ষোভ দেখাল স্থানীয় কৃষকরা। সংশ্লিষ্ট অঞ্চলের শিবপুর মৌজার এই জমিতে গীতবিতান প্রকল্প গড়ার কথা ঘোষণা করেছিলেন সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসংগত বলা যেতে পারে, চলতি মাসের গত দশই জানুয়ারি ঐ এলাকাও পরিদর্শন করেন তিনি। এখানেই বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরির কাজ শুরু হয়। কিন্তু কৃষকদের দাবি, শিল্পের জন্য অধিগৃহীত জমিতে শুধুমাত্র শিল্পই গড়তে হবে। উল্লেখ করা যেতে পারে।গত বাম সরকারের আমলে শিল্প তালুক তৈরির জন্য এই জমি অধিগ্রহণ করা হয়। যদিও পরে শিল্পের পরিবর্তে এই জমিতে আবাসন গড়ার উদ্যোগ নেয় বাম সরকার। সে সময় তৃনমল কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের বর্তমান মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে স্থানীয় কৃষকদের নিয়ে পাঁচিল ভেঙে বিক্ষোভ দেখায় তৎকালীন রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস । তাদের দাবি ছিল, এই জমিতে শিল্প তালুকই গড়তে হবে। আজ পুণরায় সেই দাবী তেই বিক্ষোভের জেরে থমকে গেল বিশ্ববাংলা বিশ্ব বিদ্যালয়ের কাজ। এখন দেখার রাজ্য প্রশাসন কোন দিকে এগোয় এই প্রকল্প গড়ে তোলার ব্যাপারে, আর সেই দিকেই চেয়ে থাকবে রাজ্য বাসী, এমনই অভিমত তথ্যভিজ্ঞ মহলের।

please wait

No media source currently available

0:00 0:01:10 0:00

XS
SM
MD
LG