অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ কমে গেলে বাংলাদেশ বা ভারত উপমহাদেশের ওপর তার প্রভাব;মুফাবেজা খানের সাক্ষা্ৎকার


এই গেলো বৃহস্পতিবার ব্রাসেলসে যে ৫০টি দেশের Family Planning Aid Conference হয়ে গেলো তাতে আশংকা ব্যক্ত হয়েছে যে স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ কমে গেলে বিশ্ব স্বাস্থ্য পরিস্থিতির ওপর তার বিরূপ প্রভাব পড়বে। আপনি তো দীর্ঘদিন এ অঙ্গনে কাজ করছেন – আপনার অভিজ্ঞতায় কি মনে হয়- যুক্তরাষ্ট্রের এখন যে দল প্রশাসনে রয়েছে সে দল তো আগেও বহুবার প্রশাসনে থেকেছে, দলগতভাবে বিভিন্ন ইস্যুতে মতবাদের ফারাক থাকতেই পারে- তাতে বাংলাদেশ বা ভারত উপমহাদেশের স্বাস্থ্য খাতের ওপর যুক্তরাষ্ট্রের সহায়তায় পার্থক্যের কোনো আশংকা আপনি করেন কি?

স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ কমে গেলে বাংলাদেশ বা ভারত উপমহাদেশের স্বাস্থ্য খাতের ওপর তার বিরুপ কোনো প্রভাব পড়বে কিনা সেকথা আমরা জিজ্ঞেস করি ঢাকার Concerned Women For Family Development NGO সংস্থার নির্বাহী পরিচালক Mufaweza Khan কে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

please wait

No media source currently available

0:00 0:02:08 0:00

XS
SM
MD
LG