নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকতুল জিহাদ হুজি নেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসির দণ্ড কার্যকর করতে জেল কর্তৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহন করেছে। রাষ্ট্রপতি মুফতি হান্নারের প্রান ভিক্ষার আবেদন খারিজ করে দেয়ার পর রোববার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন সব ধরনের প্রক্রিয়া শেষে জেল কোড অনুযায়ী মুফতি হান্নানের বিরুদ্ধে দেয়া আদালতের রায় কার্যকর করা হবে।২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের মাজারে গ্রেনেডে হামলায় তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরি এবং সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং নিহত হন দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন। ওই মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের একটি আদালত ৫ আসামির মধ্যে ‘মুফতি’ হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আসামিরা উচ্চ আদালতে আপিল করলে সর্বশেষ সুপ্রিম কোর্টও তাদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে ।