অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বন্যা হওয়ায় ধান উৎপাদন ৩০ শতাংশ ব্যাহত হতে পারে: আশঙ্কা বিশেষজ্ঞদের


বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ বছর বর্ষা মৌসুমে বন্যা হওয়ায় দেশে ৩০ শতাংশ ধান উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ঢাকায় গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ২০১৭ সালের বন্যার বিষয়ে এক সংলাপে এমন আশংকার কথা বলেছেন বিশেষজ্ঞরা। সংলাপে পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, দেশে বন্যা এখনও আছে এবং দেশের উত্তরাঞ্চলের বন্যার পানি দেরিতে নামার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা আছে।

তিনি বলেন বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যে ধরনের প্রস্তুতি থাকার কথা তা সরকারের ছিল না। তবে এখন বাঁধ সংস্কারের নামে হরিলুট শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাঁধ নির্মাণে হরিলুট না হলেও লুট হবে। তিনি বলেন আমাদের দেশে ইঁদুরের হাত থেকে বাধ রক্ষার কোন ব্যবস্থা না থাকায় বন্যার সময় বাধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG