অ্যাকসেসিবিলিটি লিংক

থ্যাংকসগিভিং কি কেনো এবং কিভাবে পালন করা হয়


থ্যাংকসগিভিং এর ছুটি আমেরিকানদের প্রিয়

১৬২১ সালে যে সকল ইউরোরোপীয়ন যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করেন তারা নভেম্বর মাসে স্থানীয় আমেরিকানদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য একটি খাওয়া দাওয়ার আয়োজন করেন। আমেরিকানরা তাদেরকে কিভাবে ফসল ফলিয়ে খাদ্য উৎপাদন করতে হয় তা শিখিয়েছিলেন বলে তারা এই ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান করেন।

তারই ধারাবাহিকতায় প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বছরে একবার এই ধন্যবাদ জ্ঞাপনের নিয়ম চালু হয়ে যায়। তবে ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে এই দিনটি পালন করা হতো।

১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এটিকে জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করেন। এখন যুক্তরাষ্ট্রের ছুটির দিনগুলোর মধ্যে সবচেয়ে আনন্দ ও উৎসবের দিন এটি।

অনেকে এই দিনে পরিবারের সবাই বাইরে বেড়াতে যান। বিশেষ কায়দায় টার্কি রান্না হয়, আত্মীয় স্বজন বন্ধুদেরকে দাওয়াত দিয়ে নানা আয়োজনে পালিত হয় দিনটি। কোথাও কোথাও প্যারেড, বিশেষ খেলাধুলাসহ নানা অনুষ্ঠান হয় থ্যাংকসগিভিং দিবসে।

থ্যাংকসগিভিং এর ছুটি আমেরিকানদের প্রিয়
please wait

No media source currently available

0:00 0:01:13 0:00

XS
SM
MD
LG