অ্যাকসেসিবিলিটি লিংক

আল-শাবাবের বিরুদ্ধে আক্রমণ বহুলাংশে বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন


যুক্তরাষ্ট্রের সমরিক বাহিনী জানিয়েছে তারা যে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সাহায্য সহযোগিতা প্রদান করছে তার ফলেই, সরকারে মধ্যে ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে। বিশেষ করে এ বছর ট্রাম্প প্রশাসন আল-শাবাব জংগি দলের বিরুদ্ধে আক্রমণ বহুলাংশে বাড়িয়েছেন।

এই বছর, এ পর্যন্ত যুক্তরাষ্ট্র আল শাবাব জংগী দল এবং ছোট আরেকটি সন্ত্রাসী দল যারা ইসলামিক ষ্টেট দলের সংগে সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে অন্তত ৩৪টি বিমান আক্রমণ চালিয়েছে। যেখানে গত বছর মাত্র ১৪টি বিমান আক্রমণ চালানো হয়।

আল শাবাব জংগী দলকে লক্ষ্য করে ৩১ টি বিমান আক্রমণ চালানো হয় এবং উত্তরপূর্বাঞ্চলের পুন্টল্যান্ড অঞ্চলে ইসলামিক ষ্টেটপন্থী জংগীদের উপরে ৩টি বিমান আক্রমণ চালায়।

মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প লড়াই সংক্রান্ত নিয়ম বিধি শিথিল করেন এবং সোমালিয়ার কিছু এলাকাকে ‘ওয়ার জোন’ বা যুদ্ধ এলাকা ঘোষণা করে যুক্তরাষ্ট্র পরিচালিত বিমান অভিযান চালানো হয়। আমেরিকার সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ডের প্রেস বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে ১৫৫ জনের বেশী সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

XS
SM
MD
LG