অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননে দশ লক্ষের ও বেশি সিরিয়ার শররনার্থি দারিদ্র রেখার নীচে বসবাস করছে


জাতিসংঘের তিনটি প্রধান সংস্থা, শরনার্থি সংস্থা, শিশু তহবিল এবং বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে যে লেবাননে বসবাসরত দশ লক্ষের ও বেশি সিরিয়ার শররনার্থি দারিদ্র রেখার নীচে বসবাস করছে। তাদের আয় প্রতিদিন ৪ ডলারের ও কম।

প্রায় সাত বছরের যুদ্ধের পর জাতিসংঘের ঐ জরিপে দেখা গেছে যে লেবাননে আসা সিরিয়ার শরনার্থিরা এখন আগের চেয়ে অনেক গরীব এবং তারা তাদের প্রয়োজন মেটাতে হিমসিম খাচ্ছে। এতে আরও দেখা গেছে শরনার্থিরা প্রতি মাসে প্রতি ব্যক্তির জন্য গড়ে খরচ করে ৯৮ ডলার যার প্রঅয় অর্ধেকই যায় খাদ্য খাতে।

এই জরিপ রিপোর্ট প্রস্তুতকারি জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে অধিকাংশ শরনার্থি খাদ্য কিংবা চিকিৎসার খরচ মেটাতে অথবা ভাড়া দেওয়ার জন্য অন্যের কাছ থেকে টাকা ধার করতে বাধ্য হয়। এর ফলে শরনার্থিরা আগা গোড়াই ঝুঁকির মুখে থাকে। জাতিসংঘের শরনার্থি সংস্থার মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার ভয়েস অফ আমেরিকাকে বলেন বসবাসের জন্য শরনার্থীরা চ্যালেঞ্জর সম্মুখীন হন এবং তারা তখন গ্রেপ্তারের হুমকির মুখে থাকেন, তারা বিয়ে করলে তা নিবন্ধন করা যায় না, সন্তানদের স্কুলে পাঠাতে পারেন না এবং স্বাস্থ্য পরিচর্যা থেকে বঞ্চিত হন।

XS
SM
MD
LG