অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার গুপ্তচর সারগেই স্ক্রিপালের রহস্যময় অসুস্থতার কারন জানার চেষ্টা চলছে


বৃটেনে অবস্থানরত রাশিয়ার সাবেক গুপ্তচর সারগেই স্ক্রিপালের রহস্যময় অসুস্থতার কারন জানার জন্যে বৃটেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাম্বার রাড কথা বলছেন কোবরা জরুরী বিভাগের সঙ্গে।

বৃটেনের সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক পুলিশ বিষয়টির তদন্ত করছে। কি কারনে সে অসুস্থ হয়ে পড়ে তা জানার জন্য দেশের সেনা গবেষণা ল্যাবে নানা বিষয় নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে।

সারগেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালকে দক্ষিন ইংল্যান্ডের একটি শপিং মলের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় রবিবার। ধারণা করা হচ্ছে তাদেরকে বিষ প্রয়োগে অসুস্থ করা হয়েছে।

সাবেক রুশ গোয়েন্দা ও আর্মি কর্নেল স্বিকার করেছিলেন তিনি রুশ গোয়েন্দা বিষয়ে ইউরোপ ও বৃটিশ গোয়েন্দাদেরকে ১ লাখ ডলারের বিনিময়ে গোপন তথ্য দিয়েছিলেন। মস্কোর একটি আদালত তাকে ২০০৬ সালে ১৩ বছরের জেল দেয়। তবে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে গুপ্তচর বিনিময় চুক্তিতে তাকে ছেড়ে দেয়ার পর থেকে তিনি বৃটেনে আশ্রয় নেন।

XS
SM
MD
LG