আফগানিস্তানের নাংগারহার প্রদেশের জালালাবাদে বুধবার এক আত্মঘাতি বোমা হামলায় অন্তত ৩ জন মারা গেছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন নিহতদের মধ্যে আফগান সরকারের ধর্ম ও হজ্জ্ব বিভাগের পরিচালক আব্দুল রাজ্জাক হাক্কানী রয়েছেন। হামলাকারী তার গাড়ী লক্ষ্য করেই বোমাটির বিস্ফোরণ ঘটায়। আহত হয় বেশ কয়েকজন পথচারী।
হামলার দায় কেউ স্বিকার করেনি।