সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার অভিযোগ ওঠার পর বিশ্লেষকেরা বলছেন, অস্তিত্বের সংকটে পড়েছে ফেসবুক। অভিযোগ উঠেছে, কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে কেমব্রিজ অ্যানালিটিকা। সেই তথ্য পরে ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের কাজে। এখন ফেসবুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) বিভিন্ন দেশের রাজনীতিবিদেরা। তদন্তও শুরু হয়ে গেছে। ফেসবুকের অস্তিত্ব নিয়ে প্রশ্ন সহ এ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আজকের আপলাপনে আলোচনায় অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শান্তনু মজুমদার; বিআইটি মেস্রার সাইবার আইনের অতিথী শিক্ষক এ্যাডভোকেট রাজর্ষী রায় চৌধুরী এবং নিউইয়র্কে সিস্কো সার্টিফাইড আইটি বিশেষজ্ঞ মুশফিকুর রহমান মিলন।