অ্যাকসেসিবিলিটি লিংক

জানুন মার্টিন লুথার কিং জুনিয়রের পারিবারিক ঐতিহ্য


এই গেলো মার্চের চব্বিশ তারিখে, ওয়াশিংটন ডিসি’র মার্চ ফর আওয়ার লাইভস গান কন্ট্রোল সমাবেশে অপ্রত্যাশিত এক ঘোষনায় বলিষ্ঠ কন্ঠের আওয়াজে শোনা গিয়েছিলো ‘আমার পিতামহের একটা স্বপ্ন ছিলো- স্বপ্ন ছিলো যে তাঁর ছোট্র চার সন্তানকে তাদের গাত্রবর্ণ দিয়ে তাদের পরিচয় বিচার করা হবেনা, তাদের পরিচয় হবে তাদের ব্যক্তিত্বে- তাদের চারিত্রিক বৈশিষ্টে’- কথাগুলো যার কন্ঠ হ’তে উচ্চারিত হ’লো বয়স তার ন’ বছর- নাম ইয়োলান্ডা রেনে কিং- বললো, আমার একখানা স্বপ্ন আছে, আর সেটা হ’লো – যথেষ্ট হয়েছে আর নয়- মোদ্দা কথা, আগ্নেয়াস্ত্র বিহিন, গানমুক্ত হতে হবে এ ভূমিভাগকে- ব্যস – এতোটাই।

ইয়োলান্ডার ফুফু, মার্টীন লুথার কিং জুনিয়রের জেষ্ঠ কন্যার নামে নামকরণ হয়েছে ইয়োলান্ডার- ঐ ফুফু মারা যান ২ হাজার সাত সালে হৃদরোগে আক্রান্ত হয়ে। ইয়োলান্ডাই প্রয়াত নাগরিক অধিকার নেতার একমাত্র নাতনী। এরই পিতা তৃতীয় মার্টীন লুথার কিং এবং তাঁর দু’ই আত্মজ পারিবারিক কর্মকান্ডের ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে চলেছেন আজো। প্রয়াত ইয়োলান্ডা কিং ছিলেন অভিনেত্রী-দু’ হাজার সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মার্টীন লুথার কিং জুনিয়রের সন্তান হওয়ার দায়িত্বভার – মানসিক চাপ যে কি প্রচন্ড, সেকথা।

বলেছিলেন- মুখ খুললেই, লোকে সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে তুলনায় লেগে যায়- আমার সহোদরদেরও ঐ একই চাপের মুখে পড়তে হয়। মানুষ সর্বদাই ঐরকমের অলৌকিক কিছুই প্রত্যাশা করে থাকে।

এই যখন অবস্থা, তখন এ দেশটিতে – যুক্তরাষ্ট্রে বর্ণগত টেনশান বহাল রয়েছে বেশ উঁচু মাত্রাতেই- কৃষ্ণাঙ্গ ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এ দেশে দু’ মেয়াদে, কিন্তু তার পরেও শ্বেতাঙ্গ ঈশ্বিত্ব এখনো মাথা চাড়া দেয় যখন তখন- বারবার প্রতিবাদ মুখর হয়ে ওঠে, শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ কারো নিহত হওয়ার হটনায়। এই হলেই যেমন ঘটে গেলো ক্যালিফোর্নিয়ার স্যাক্রাম্যান্টোতে।

ঔপন্যাসিক প্রাবন্ধিক ক্যালভীন বেকার মনে করেন – মার্টীন লুথার কিং জুনিয়রের আরদ্ধ-অসম্পুর্ণ কাজ সম্পন্ন হওয়া বাকি রয়েছে এখনো। বেকার মনে করেন- আফ্রো-এ্যামেরিকানরাও সম্যক অনুধাবন করেন, এ কাজ চালিয়ে যেতে হবে, প্রজন্ম হতে প্রজন্মে –ধারাবাহিক ঐতিহ্য রক্ষার তাগিদ অনুভবে।

XS
SM
MD
LG