অ্যাকসেসিবিলিটি লিংক

আমেনডা বেনেট শরণার্থী শিবির ঘুরে এসে জানালেন তার অভিজ্ঞতার কথা


Amanda Bennett briefing
Amanda Bennett briefing

ভয়েস অফ আমেরিকার ডিরেক্টর আমেনডা বেনেট সম্প্রতি বাংলাদেশ সফরে যান। সেখানে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগ প্রধান রোকেয়া হায়দার। ভয়েস অফ আমেরিকার কার্যালয়ে সেই সফর সম্পর্কে, তার অভিজ্ঞতার কথা অন্যান্য ভাষার বিভাগের কর্মীদের জানান। সেই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের কাছে ভয়েস অফ আমেরিকার সংবাদ তাদের ভাষায় পৌঁছে দেবার ইচ্ছা ব্যক্ত করেন।

XS
SM
MD
LG