অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার ওপর বিধিনিষেধ বিষয়ে মানবিক অব্যাহতির অনুরোধ


উত্তর কোরিয়ার ওপর আরোপিত বিধিনিষেধ বিষয়ে মানবিক অব্যাহতি প্রদানের যে অনুরোধ রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশিকায় তাতে ক’রে দারিদ্র কবলিত দেশটির সহায়তার মাত্রা বৃদ্ধি পেতে পারে।

গত বছর উত্তর কোরিয়া লাগাতার পারমানবিক অস্ত্র ও দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র পরিক্ষা চালিয়ে যাওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং তার সকল রফতানী বানিজ্যের ৯০ শতাংশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচীর অর্থায়ন খতম করাই ছিলো ঐ কঠোর অর্থনৈতিক বিধিনিষেধের লক্ষ। তবে আমদানি সামগ্রীর ওপর বিধিনিষেধের কারণে যে জটীলতা সৃষ্টি হয় তাতে সম্ভাব্য সহায়তা প্রদানকারিরা নিরুৎসাহিত হয়েছেন – জাতিসংঘ বিধিনিষেধের কোপানলে না পড়তে হয় এ আশংকায় দান প্রদানে নিরুৎসাহিত থেকেছেন। শেষ দফার জাতিসংঘ বিধিনিষেধের কারণে সেইভ দ্য চিলড্রেইন ত্রান সংস্থা দু’ হাজার সতেরোয় পিয়ংইয়াংয়ে তাদের ত্রাণ তৎপরতা বন্ধ করে দেয়।

এই সোমবার নিরাপত্তা পরিষদের বিধিনিষেধ বলবতকারী নজরদারি কমিটির তরফে ত্রাণ প্রদান বিষয়ে অব্যাহতি প্রদানের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

XS
SM
MD
LG