অ্যাকসেসিবিলিটি লিংক

সড়ক পরিবহন আইনের খসড়া সম্পর্কে অভিযোগ করেছে রোড সেফটি ফাউন্ডেশন


সম্প্রতি বাংলাদেশের মন্ত্রীসভায় অনুমোদন পাওয়া সড়ক পরিবহন আইনের খসড়ায় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের স্পষ্ট হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ শরীফ বলেন সড়ক দুর্ঘটনার জন্য চালকের সাজার মেয়াদ ৩ বছর থেকে ৫ বছর বৃদ্ধি ও জরিমানা ৫ লাখ টাকা করা হলেও, চালকের কর্ম ঘণ্টা নির্দিষ্ট করা হয়নি। এছাড়া সড়ক দুর্ঘটনায় মৃত্যু, নেহায়েত দুর্ঘটনা না-কি হত্যাকাণ্ড সেটা কে তদন্ত করবে সে বিষয়েও অস্পষ্টতার রয়েছে।

তিনি গণ পরিবহন ব্যবস্থাপনা রাজনৈতিক প্রভাবমুক্ত করে নতুন আইনটির সংশোধনী চেয়ে নিরাপদ সড়কের স্বপ্ন বাস্তবায়নের জন্য সরকারের কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৬ দফা দাবি পেশ করেছেন। দাবি গুলোর মধ্যে রয়েছে কাগজ পত্র বিহীন সকল যানবাহনকে রাস্তা থেকে প্রত্যাহার করতে হবে, গন পরিবহনকে সড়কের একটি নির্দিষ্ট লেন দিয়ে চলার ব্যবস্থা করতে হবে এবং মালিকানার পরিবর্তে ফ্রেন্সাইজির ভিত্তিতে গন পরিবহন চলাচলের ব্যবস্থা চালু করতে হবে।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG