একাত্তুর থেকে দু হাজার আঠারো। ৪৭ বছর; প্রায় ৪ যুগ। বয়সের হিসাবে বাংলাদেশ এখনো তরুণ। আর এই তারুণ্যকে শক্তি হিসাবে নিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে দুরন্ত গতিতে। ৪৭ বছরের দেশটির অর্থনীতি, রাজনীতি, সমাজ, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্র নীতি, অবকাঠামো, পরিকাঠামো, বিজ্ঞান, প্রযুক্তি, ইত্যাদির ব্যাপক পরিবর্তন, উন্নয়ন ও সমৃদ্ধি যেমন সাধিত হয়েছে তেমনি আবার দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাসহ নানা নেতিবাচক উপাদানও বেড়েছে।
আজ ১৫ই আগষ্ট; বাংলাদেশ নামক রাষ্ট্রটি সৃষ্টির জন্য যাঁর অবদান সর্বাগ্রে সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়ান দিবসও আজ। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়। তার পরও থমকে থাকেনি বাংলাদেশ। ৪৭ বছরে বাংলাদেশের ইতিবাচক, নেতিবাচক দিকগুলো নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ রাষ্ট্র বিজ্ঞানী সমিতির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আতাউর রহমান। যোগ দিচ্ছেন নিউ জার্সি থেকে বীর মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী, নিউ জার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান ড. নূরান নবী।