আফগানিস্তানের রাজধানী কাবুলের কুটনৈতিক এলাকায় রকেট হামলার ঘটনা ঘটেছে। প্রেসিডেন্ট আশরাফ গানির ঈদের বক্তৃতার সময় বাইরে থেকে এই রকেট হামলা হয়। কিছু রকেট প্রেসিডেন্সিয়াল প্রাসাদে এবং কিছু দূতাবাস কম্পাউন্ডে আঘাত করে।
রবিবার প্রেসিডেন্ট গানি তালিবানের প্রতি তিন মাসের জন্যে অস্ত্র বিরতির আহবান জানান। তালিবানের পক্ষ থেকে জানানো হয় তারা ঈদুল আযহা উপলক্ষ্যে চারদিনের অস্ত্র বিরতির সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
প্রেসিডেন্টের মুখপাত্র হারুণ চাখানসুরি বলেন তালিবান অস্ত্র বিরতির আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান চলবে।