অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ছাঁটাইয়ের তদন্ত দাবি করেছে এইচআরডবলু


আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডবলু বাংলাদেশে বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনের পর পোশাক শিল্পের শ্রমিক ছাঁটাই ও মিথ্যা ফৌজদারি মামলা দায়েরের বিষয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডবলু বাংলাদেশে বেতন বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনের পর পোশাক শিল্পের শ্রমিক ছাঁটাই ও মিথ্যা ফৌজদারি মামলা দায়েরের বিষয়ে অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে।

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এক প্রতিবেদনে এমন দাবি জানিয়ে বলেছে বাংলাদেশ থেকে বিশ্বের যেসকল গার্মেন্টস ব্রান্ড পোশাক কিনে থাকে তাদেরও এসকল অভিযোগের তদন্ত করা ছাড়াও শ্রমিকদের বিরুদ্ধে সকল ধরনের ভীতি প্রদর্শন বন্ধ করতে বলা উচিত।

এইচআরডবলু ট্রেড ইউনিয়ন নেতাদের বরাত দিয়ে বলেছে এ বছর মধ্য জানুয়ারিতে বিক্ষোভের পর কাজ থেকে খেয়াল খুশিমত কমপক্ষে ৭৫০০ শ্রমিককে বরখাস্ত করা হয়েছে এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের অনেকের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। এসকল অভিযোগ দৃশ্যত ব্যাপক ও অস্পষ্ট বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে ৫৫১ জনের নাম উল্লেখ করে এবং ৩০০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কমপক্ষে ২৯টি ফৌজদারি মামলা করা হয়েছে।

তবে বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ বলেছে ছাটাইকৃত শ্রমিকের সংখ্যা ৪ হাজারের বেশী নয়।

XS
SM
MD
LG