অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা প্যারোলের আবেদন করলে সরকার ভেবে দেখবে


কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকদের সুপারিশে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছে। এই অবস্থায় সংবাদ মাধ্যমে লেখালেখি এবং বলাবলি হচ্ছে তার মুক্তি নিয়ে।

কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসকদের সুপারিশে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছে। এই অবস্থায় সংবাদ মাধ্যমে লেখালেখি এবং বলাবলি হচ্ছে তার মুক্তি নিয়ে। বিএনপি জামিন চেয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। সরকার এ ব্যাপারে অনেকটা নিশ্চুপই ছিল। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়া প্যারোলে মুক্তির আবেদন করলে তা নিয়ে সরকার ভেবে দেখবে। মন্ত্রী এটাও বলেন, প্যারোলের সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করতে হবে। সরকারি এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কি ভাবছে বিএনপি? জানতে চেয়েছিলাম দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি বললেন, আমরা তো জামিন চাই। মামলার মেরিট অনুযায়ী আমরা জামিন পাওয়ার যোগ্য। তবুও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে কথা হবে। উল্লেখ্য, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এক বছরেরও বেশি সময় ধরে বেগম জিয়া কারাগারে রয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG