লিবিয়ার রাজধানী ত্রিপলি দখলের জন্য অগ্রসরমান বিদ্রোহী হাফতার বাহিনীর সাথে সরকারের বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের হাত থেকে রক্ষার জন্য প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সূত্রের বরাতে ঢাকায় পাওয়া খবরে জানা গেছে লিবিয়ান রেডক্রিসেন্টের সহায়তায় এ সকল আটকে পড়া বাংলাদেশিদেরকে ত্রিপলির একটি নিরাপদ ক্যাম্পে রাখা হয়েছে। গত ৪ঠা এপ্রিল থেকে খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি দেশটির জাতিসংঘ স্বীকৃত সরকারের অধীনে থাকা রাজধানী ত্রিপোলি দখল করতে অভিযান শুরুর পর এ পর্যন্ত ২০০ জনের ওপর বেসামরিক লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে কোন বাংলাদেশি নিহতের তথ্য তাদের কাছে নাই। লিবিয়ায় বর্তমানে প্রায় কুড়ি হাজার বাংলাদেশী আছেন যার মধ্যে প্রায় ৫০০০ জন বসবাস করেন রাজধানী ত্রিপোলি ও এর আশপাশে।
উল্লেখ্য, লিবিয়াতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের অনুমোদন না থাকলেও পাচারকারীরা বিভিন্ন উপায়ে বাংলাদেশীদের সেদেশে পাঠিয়ে থাকে। জহুরুল আলমের রিপোর্ট।