অ্যাকসেসিবিলিটি লিংক

আয়ারল্যান্ডে ডিভোর্স আইন সহজ করার পক্ষে ভোট


আয়ারল্যান্ডে ডিভোর্স আইন সহজ করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির নাগরিকেরা।

আয়ারল্যান্ডে ডিভোর্স আইন সহজ করার পক্ষে ভোট দিয়েছেন দেশটির নাগরিকেরা।

দেশটিতে তালাক দেয়ার আইন খুব কড়া। তালাকের সিদ্ধান্ত নেয়ার পর চার বছর দম্পতিকে পৃথক থাকতে হয়, তারপর তা কার্যকরী হয়। রবিবারের ভোটে দেশের ৮২ শতাংশ ভোটার সংবিধান থেকে ঐ বাধ্যবাধকতা তুলে নেয়ার পক্ষে ভোট দেন।

সংসদে এক আইন করে এর পক্ষে আইন করা হবে। অনেকে বলছেন চার বছর কমিয়ে ওই আইন দু বছর করা হবে। ইউরোপে আ্য়ারল্যান্ডেই তালাক সবচেয়ে কঠিন। গত বছর এ্যাবর্শন আইনের পক্ষে দেশটির মানুষেরা বিপুল ভোট দিয়েছিল্

XS
SM
MD
LG