অ্যাকসেসিবিলিটি লিংক

কলাপাড়া বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষ ১ চীনা শ্রমিক নিহত


পটুয়াখালীর কলাপাড়ায় চীনের সহযোগিতায় ৯৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশী ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১ জন চীনা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। এই প্রকল্পে ৩ হাজার চীনা এবং ৭ হাজার বাংলাদেশী শ্রমিক কাজ করছেন।

পটুয়াখালীর কলাপাড়ায় চীনের সহযোগিতায় ৯৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশী ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১ জন চীনা শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। এই প্রকল্পে ৩ হাজার চীনা এবং ৭ হাজার বাংলাদেশী শ্রমিক কাজ করছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এই প্রতিনিধিকে বলেন, মঙ্গলবার সকালে বয়লারের উপর থেকে পড়ে গিয়ে সাবিন্দ্র দাস নামে একজন বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার জের ধরে চীনা ও বাঙালি শ্রমিকরা সংঘর্ষে লিপ্ত হয়। একজন চীনা শ্রমিক সাবিন্দ্রকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়েছিল বলে অভিযোগ উঠায় বাঙালি শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনার মধ্যে বিকেলে চীনা শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়। যদিও চীনা কর্মীদের দাবি, অসাবধানতায় নিচে পড়ে যাওয়ায় সাবিন্দ্রের মৃত্যু হয়েছে।

দীর্ঘ সময় ধরে চলে এই সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় চীনা নাগরিকের মৃত্যু হয়।
প্রকল্প এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। উল্লেখ্য যে, ২০১৫ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই বছরেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG