অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাম্বোডিয়ার ভবন ধ্বসে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬ জন


ক্যাম্বোডিয়ার উপকুল শহর শিহানৌকভিলে নির্মানাধিন ভবন ধ্বসে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬ জনে; আহত ২৪ জন।

ক্যাম্বোডিয়ার উপকুল শহর শিহানৌকভিলে নির্মানাধিন ভবন ধ্বসে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২৬ জনে; আহত ২৪ জন।

উদ্ধারকর্মীরা এখনো ধ্বসে পড়া ভবনের বিভিন্ন স্থান তল্লাসী করছেন কেউ কোথাও আটকে পড়েছে কিনা। ৭ তলা নির্মানাধীন ঐ ভবনের দ্বিতীয় তলায় নির্মান শ্রমিকরা ঘুমানোর সময় দুর্ঘটনাটি ঘটে।

প্রকল্পটি একটি চীনা মালিকানার কন্ডোমেনিয়াম প্রকল্প ছিল।

ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন রবিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে তাঁর ফেসবুক পাতায় ঘোষণা দেন যে শহরে চীনা নির্মান প্রকল্পের ওপর নিয়ন্ত্রনের একটি বিশেষ কমিটি করবেন তিনি।

XS
SM
MD
LG