অ্যাকসেসিবিলিটি লিংক

হংকংকে সতর্ক হয়ে আইন পাশের পরামর্শ জাতীসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের


হংকং এ বিতর্কিত extradition বিল বা বহিসমর্পন বিল বাতিল এবং বেইজিং সমর্থিত নেতা ক্যারি লাম এর পদত্যাগের দাবীতে কয়েক সপ্তাহ ধরে হংকং এ চলছিলো শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ।

হংকং এ বিতর্কিত extradition বিল বা বহিসমর্পন বিল বাতিল এবং বেইজিং সমর্থিত নেতা ক্যারি লাম এর পদত্যাগের দাবীতে কয়েক সপ্তাহ ধরে হংকং এ চলছিলো শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ।

জাতীসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বেচলেট জেনেভায় এক বক্তব্য হংকংকে সতর্ক হয়ে extradition বা যে কোনো আইন পাশের পরামর্শ দিয়েছেন।

জাতিসংঘ পর্যবেক্ষকদের মতে চীনের শিনজিয়াং-এ প্রায় ১০ লাখ উইঘোর ও অপরাপর মুসলিম সম্প্রদায়ের মানুষ বন্দী আছেন। চীনের এ মনোভাবের নিন্দা জানিয়েছে সারা বিশ্বের বহু মানুষ।

সোমবারও হংকং এ শিক্ষার্থীরা তাদের দাবীর পক্ষে সমাবেশ করে। সরকারী অফিস ভবন ঘেরাও করে রাখে ২ ঘন্টা এবং এ সপ্তাহে জাপানে জি-২০ সম্মেলনে যেনো তাদের দাবী উঠে আসে সে ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষন করে।

XS
SM
MD
LG