অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনের পথ রূদ্ধ হয়ে যাচ্ছে


ইরান সরকারের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের তরফের নতুনতর বিধিনিষেধ আরোপ বিষয়টি অগ্রাহ্য ক‘রেছে এই ব’লে যে, এতে ক’রে দু’দেশের মধ্যেকার উত্তেজনা প্রশমনের কূটনৈতিক পথ রূদ্ধ হয়ে যাচ্ছে- যুক্তরাষ্ট্রের সংলাপ নিয়ে যে বক্তব্য তা ঐকান্তিকতা বিবর্জিত।

ইরান সরকারের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের তরফের নতুনতর বিধিনিষেধ আরোপ বিষয়টি অগ্রাহ্য ক‘রেছে এই ব’লে যে, এতে ক’রে দু’দেশের মধ্যেকার উত্তেজনা প্রশমনের কূটনৈতিক পথ রূদ্ধ হয়ে যাচ্ছে- যুক্তরাষ্ট্রের সংলাপ নিয়ে যে বক্তব্য তা ঐকান্তিকতা বিবর্জিত।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইতিমধ্যে, গতকাল সোমবার নতুনতর অর্থনৈতিক বিধিনিষেধ জারি করেন – ইরানের শীর্ষ নেতা আয়োতোল্লাহ আলী খামেইনীর বিরুদ্ধে এবং ইরানী সামরিক বাহিনীর আট পদস্থ সেনাধিনায়কের নামে – সেই সঙ্গে তা জারি করা হয় ইলামিক বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে। ইরান সরকারকে উদ্দেশে ক’রে তিনি তাদের ধংসাত্মক আচরণ বন্ধের জন্যে আহ্বান জানান – জনগনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হ’তে বলেন এবং সদিচ্ছার মন নিয়ে আলোচনা বৈঠকে ফেরার ডাক দেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন বলেন – আজ মঙ্গলবার তাঁর জেরূযালেন সফরকালে – যে, ট্রাম্প তো বাস্তবমুখি নিস্পত্তি লোচনার দুয়ার খোলাই রেখেছেন – অথচ ইরান সে ডাক কানেই তুলছে না – বলেন তিনি। এরই ক’ঘন্টা আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মূখপাত্র আব্বাস মৌসাভী টুইটবার্তায় লেখেন – ট্রাম্পের এই উদ্যোগ আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তা সূরক্ষিত রাখার সনাতন কায়দা কানুনই নস্যাত ক’রে দিচ্ছে।

ইরান বারবারই ব’লে আসছে- পারমানবিক অস্ত্র তোয়েরের কাজ ক‘রছে না তারা এবং দু’ হাজার পনেরোর চুক্তি নজরদারির দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘ পারমানবিক সংস্থা সত্যায়ন দিয়ে ব’লেছে- সম্পাদিত রফার শর্তাদি মান্য করছে ইরান।

XS
SM
MD
LG