অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের অর্থনীতিতে ইউরোপিয় দেশগুলো যথোপযুক্ত কিছু করছে না-খামেনী


ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলী খামেনী আজ মঙ্গলবার ব’লেছেন – দেশ তাঁর দু’হাজার পনেরোর পারমানবিক রফার দায়বদ্ধতার মাত্রা হ্রাস লাগাতার বহাল রাখবে এবং সেই একই সঙ্গে তিনি এ অভিযোগও তুলে ধ‘রেছেন যে ইরানের অর্থনীতি বিধিনিষেধ মোকাবেলায় যে অবস্থায় রয়েছে য়ুরোপিয় দেশগুলো তার মদতে যথোপযুক্ত কিছু ক’রছে না।

ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলী খামেনী আজ মঙ্গলবার ব’লেছেন – দেশ তাঁর দু’হাজার পনেরোর পারমানবিক রফার দায়বদ্ধতার মাত্রা হ্রাস লাগাতার বহাল রাখবে এবং সেই একই সঙ্গে তিনি এ অভিযোগও তুলে ধ‘রেছেন যে ইরানের অর্থনীতি বিধিনিষেধ মোকাবেলায় যে অবস্থায় রয়েছে য়ুরোপিয় দেশগুলো তার মদতে যথোপযুক্ত কিছু ক’রছে না।

সোমবার আনবিক শক্তি সংস্থার জনৈক মূখপাত্র বলেন ইরানের এই যে চুক্তির ব্যাপারে দায়বদ্ধতা হ্রাস, এটা কোনো জেদাজেদির গোয়ার্তুমি নয় – অপর পক্ষগুলোকে তাদের কর্তব্য কর্ম পালনের সুযোগ ক’রে দেওয়াই এর লক্ষ। এ বক্তব্যের পর পরই শীর্ষ নেতা আয়াতোল্লা আলী খামেনীর মন্তব্য শোনা গেলো।

পারমানবিক রফা অনুযায়ি – ইরানের য়ুরেনিয়াম পরিশীলন হ্রাস করা –এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অপর পাঁচ সাক্ষরকারী দেশ যথা বৃটেন, চীন,ফ্রান্স,জার্মানী এবং রাশিয়ার তরফ থেকে ইরানের বিধিনিষেধ হ’তে রেহাই পাওয়ার কথা।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঐ চুক্তি রফাকে যাচ্ছেতাই অভিহিত ক’রে এই গেলো বছর চুক্তি হ’তে যুক্তরাষ্ট্রকে বের ক’রে নেন এবং ইরানের ওপর বিধিনিষেধ আবার নতুন দফায় আরোপ করেন।

ইরান ইতিমধ্যেই চুক্তির অংশবিশেষ থেকে হঠে গিয়েছে এবং বাদবাকি দেশগুলো তার সংকট কবলিত অর্থনীতির মদতে এগিয়ে না গেলে সে আরো পিছূ হঠবে ব’লে হূমকি দিয়েছে।

ওদিকে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমী হান্ট বলেছেন – দু’ হাজার পনেরোর ঐ চুক্তি বিলুপ্ত হযনি এখনো – এটাকে এখনো জিইয়ে রাখা সম্ভব।

XS
SM
MD
LG