অ্যাকসেসিবিলিটি লিংক

টেক্সাসের এলপাসো ওয়ালমার্টে গুলীতে নিহতের সংখ্যা কুড়ি, আহত ২৬ জন


টেক্সাসের এলপাসো ওয়ালমার্টে শনিবারের গুলীর ঘটনায় নিহতের সংখ্যা কুড়িতে দাঁড়িয়েছে। আহত হন ২৬ জন। এলপাসো পুলিস ধারণা কছেন ঘটনাটি একটি বর্ণবাদী অপরাধ।

টেক্সাসের এলপাসো ওয়ালমার্টে শনিবারের গুলীর ঘটনায় নিহতের সংখ্যা কুড়িতে দাঁড়িয়েছে। আহত হন ২৬ জন। এলপাসো পুলিস ধারণা কছেন ঘটনাটি একটি বর্ণবাদী অপরাধ।

ঘটনার এক ঘন্টা আগে অনলাইনের এক পোষ্টে টেক্সাসে হিস্প্যানিক দখলদারিত্বে উদ্বেগ প্রকাশ করা হয়। ঐ পোষ্ট যে দিয়েছে টেক্সাসের এ্যালেনের সেই ২১ বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এলপাসো পুলিশ প্রধান গ্রেগ এ্যালেন বলেন তারা ধারণা করছেন ঘটনাটি বর্ণবাদ সংক্রান্ত অপরাধ।

“আমাদের কাছে এই মুহুর্তে বর্ণবাদী অপরাধই মনে হচ্ছে। এফবিআই তদন্ত করবে; তবে এই মুহুর্তে আমরা গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা মামলা করেছি”।

টেক্সাস গভর্ণর গ্রেগ এ্যাবোট ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান স্থাণীয়দের প্রতি। এ ধরনের হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবারও পরামর্শ দেন তিনি।

মেক্সিকোর প্রেসিডেন্ট এ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডো উদ্বেগ প্রকাশ করে বলেন নিহতদের মধ্যে ৩জন মেক্সিকান এবং আহতদের মধ্যে ৬ জন মেক্সিকান।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টুইটার বার্তায় এলপাসো ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা্ প্রকাশ করে বলেন এটি শুধূ মর্মান্তিকই নয়, কাপুরুষের কাজ। নির্দোষ মানূষ হত্যার কোনো কারন নেই।

XS
SM
MD
LG