অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এ গনতন্ত্রকামীদের বিক্ষোভে পুলিশি হামলা


হংকং এ গনতন্ত্রকামী মানুষের প্রতিবাদ বিক্ষোভে রবিবার কয়েক দফা পুলিশি হামলা ঘটে। হংকং এর প্রধান দুটি এলাকা শুই পো এবং কজওয়ে বে’তে বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

হংকং এ গনতন্ত্রকামী মানুষের প্রতিবাদ বিক্ষোভে রবিবার কয়েক দফা পুলিশি হামলা ঘটে। হংকং এর প্রধান দুটি এলাকা শুই পো এবং কজওয়ে বে’তে বিক্ষোভকারীদের ওপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এ নিয়ে গনতন্ত্রকামীদের বিক্ষোভের এটি দমশ সপ্তাহ। এক প্রতিবাদকারী এপি সাংবাদিককে জানান বিশ্বাসী জানুক যে সেই হংং আর এই হংকং এক নয়।

এই বিক্ষোভ নিয়ে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‍্যাব হংকং এর নেতা ক্যারি ল্যাম এর সঙ্গে টেলিফোনের আলোচনা করায় চীনা কর্মকর্তারা হতাশা প্রকাশ করেন।

চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রী বলেন, “চীন চায় হংকং ও চীনের বিষয়ে বৃটেন সকল ধরনের হস্তক্ষেপ বন্ধ করুক”।

শনিবার বিক্ষোভকারীরা পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। সরকারী নির্যাতন, সংঘাত, বৈষম্য, একপেশে নীতি বন্ধসহ হংকং এ গনতন্ত্র প্রতিষ্ঠার দাবী জানান তারা। এক্সট্রাডিশন বিল বা বিচারার্থে চীনের কাছে প্রত্যার্পনের বিল বাতিলের দাবীতে শুরু হওয়া প্রতিবাদ বিক্ষোভ এখন হংকং এ গনতন্ত্রে আন্দোলনে রূপ নিয়েছে।

XS
SM
MD
LG