অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান র‍্যাপার এইস্যাপ রকি সুইডেনের মারামারির অভিযোগে অভিযুক্ত


আমেরিকান র‍্যাপার এইস্যাপ রকিকে মারামারি করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে সুইডেনের এক আদালত। বুধবার সুইডিশ আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেও তাকে আর জেল খাটতে হচ্ছে না।

আমেরিকান র‍্যাপার এইস্যাপ রকিকে মারামারি করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে সুইডেনের এক আদালত। বুধবার সুইডিশ আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেও তাকে আর জেল খাটতে হচ্ছে না।

র‍্যাপার এইস্যাপ রকি, যার আসল নাম রাকিম মায়ার্স, ৩০শে জুন স্টকহোমে মারামারির অভিযোগে তার দলের ৩ সদস্য সহ গ্রেফতার হন। আদালত রায়ে বলেছেন এটা প্রমানিত হয়েছে যে রকি ও তার দুই সহযোগী একজনকে সেদিন মারধর করেছিল। রকি তাকে কাঁচের বোতল দিয়ে আঘাত করেছিল বলেও আদালত রায়ে বলে।

প্রায় ৫ সপ্তাহ জেলে থাকা র‍্যাপার রকি বলেন তিনি আত্মরক্ষার চেষ্টা করছিলেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এইস্যাপ রকির মামলাটিতে হস্তক্ষেপ করেছিলেন এবং তাকে মুক্তি দেয়ার অনুরোধ করেছিলেন বলে খবরে প্রকাশ হয়েছে।

XS
SM
MD
LG