বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের খাগড়াছড়ি পার্বত্য জেলায় সোমবার সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর প্রসিত খীসা গ্রুপের তিন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ঢাকায় এক সংক্ষিপ্ত লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সেনাবাহিনীর একটি টহল দলের সাথে গুলি বিনিময় কালে ওই তিন সন্ত্রাসী নিহত হন । আইএসপিআর আরও জানিয়েছে ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্র উদ্ধার করা হয়েছে। তবে আইএসপিআর ঘটনার বিস্তারিত কিংবা নিহতদের পরিচয় প্রকাশ করেনি।
তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইউপিডিএফ অভিযোগ করেছে যে তাদের তিন সদস্যকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে, দীঘিনালা থানা পুলিশের বরাতে খাবরে বলা হয়েছে তাঁরা বড়দাম এলাকা থেকে তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।