অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবে না- প্রেসিডেন্ট হাসান রৌহানী


ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানী বলেছেন আজ মঙ্গলবার – তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো আলোচনায় বসবে না।

ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানী বলেছেন আজ মঙ্গলবার – তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো আলোচনায় বসবে না।

সংসদে বক্তৃতা কালে রৌহানী ব’লেছেন – যুক্তরাষ্ট্র, ইরানের ওপর তার তরফের আরোপিত সকল বিধিনিষেধ প্রত্যাহার ক’রলেই কেবল নিস্পত্তি আলোচনা হ’তে পারে এবং সে আলোচনায় দু’হাজার পনেরোর আন্তর্জাতিক পারমানবিক চুক্তির সাক্ষরকারী অন্যান্য দেশকেও শরিক ক’রতে হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত বছর ঐ চুক্তি হ’তে বের হয়ে যান – ইরানের সঙ্গে বৃটেন-চীন-ফ্রান্স-রাশিয়া-জার্মানী-ও ইউরোপিয় ইউনিয়নের যে চুক্তি হয়েছিলো সেখান থেকে।

ট্রাম্প এই গেলো সপ্তাহেই রৌহানীর সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ ব্যক্ত ক’রে বলেন, তাঁদের মধ্যে কথাবার্তা যে হতে পারে, তার ভালো সম্ভাবনা রয়েছে একটা।

রৌহানী মঙ্গলবার প্রতুত্তর দেন এই ব’লে যে – ইউরোপিয় ইউনিয়নকে, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে তেল কেনার দায়বদ্ধতা ব্যক্ত ক’রতে হবে – অন্যথায়, ইরান পারমানবিক চুক্তি হ’তে আরো পিছূ হঠে যাবে।

XS
SM
MD
LG