ব্রেক্সিট চুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী আন্তরিক নন এই অভিযোগ তুলে বৃটেনের দায়িত্বে থাকা কনজারভেটিভ পার্টির এক মন্ত্রী পদত্যাগ করেছেন।
ওয়ার্ক এ্যান্ড পেনশন মন্ত্রী এ্যাম্বার রাড বলেন ব্রেক্সিট প্রত্যাহার চুক্তিকে বাস্তবায়ন করতে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না বরিস জনসন। রাড বলেন, চুক্তির ব্যাপারে কাজ করার কোনো প্রমান মিলছে না। কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না”।
পদত্যাগপত্রে রাড বলেন, “ আমি আপনার মন্ত্রীসভায় যোগ দিয়েছিলাম এই বিশ্বাসে যে ‘নো ডিল’ নিয়ে কাজ হবে’ যাতে ৩১শে অক্টোবরের পর একটা নতুন চুক্তি হয়”।
রাড বলেন, “সরকার অনেক খরচ করছে নো ডিলের প্রস্তুতিতে, তবে ইউরোপীয়ন ইউনিয়নের সঙ্গে আলোচনায় আপনার এ নিয়ে কথা বলায় কোনো আন্তরিক চেষ্টা দেখছিনা”।