অ্যাকসেসিবিলিটি লিংক

হাসিনা-মোদি বৈঠকে স্থান পাবে নাগরিকপঞ্জি


আসামের নাগরিকপঞ্জি নিয়ে ঢাকায় উদ্বেগ রয়েছে। তবে এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এটাই সাংবাদিকদের জানিয়েছেন। তার কথা, এটা আমাদের সমস্যা নয়। আসাম সরকার নাগরিকপঞ্জিতে ১৯ লাখ নাগরিককে অবৈধ ঘোষণা করেছে।

আসামের নাগরিকপঞ্জি নিয়ে ঢাকায় উদ্বেগ রয়েছে। তবে এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এটাই সাংবাদিকদের জানিয়েছেন। তার কথা, এটা আমাদের সমস্যা নয়। আসাম সরকার নাগরিকপঞ্জিতে ১৯ লাখ নাগরিককে অবৈধ ঘোষণা করেছে। এ নিয়ে বিস্তর আলোচনা চলছে ঢাকায়-দিল্লিতে। এই পটভূমিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী আগামী দু’সপ্তাহের মধ্যে দু’দফা বৈঠকে মিলিত হচ্ছেন। ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘে। ৫ই অক্টোবর দিল্লিতে। কি আলোচনা হবে দু’জনের মধ্যে সরাসরি প্রশ্ন ছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে ড. মোমেন বলেন, বিষয়টি শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠকে স্থান পাবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এক প্রশ্নের জবাবে বলেন, কাশ্মীর ইস্যুটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল প্রসঙ্গে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা ভারতের সংসদে তৈরি হয়েছিল। রোহিঙ্গা সঙ্কট নিয়ে মন্ত্রী প্রশ্নের জবাব দেন। বলেন, বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গার দুঃখ-দুর্দশা সম্পর্কে বিশ্ববাসী অবহিত। জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জোরালোভাবে আবারো বিষয়টি নিয়ে কথা বলবেন। বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবেন।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00


XS
SM
MD
LG