অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলমান পরিবারের কুমারীকে নিয়ে কলকাতায় কুমারী পুজা


আজ দুর্গাপূজার অষ্টমীতে এক অভূতপূর্ব কুমারী পূজার আয়োজন করেছিলেন কলকাতার একটি পরিবার।

আজ দুর্গাপূজার অষ্টমীতে এক অভূতপূর্ব কুমারী পূজার আয়োজন করেছিলেন কলকাতার একটি পরিবার।

দুর্গাপূজার তিন দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই দিনটি, অষ্টমী, যাকে মহাষ্টমীও বলা হয়। নারীশক্তির মহিমা প্রচারের জন্য স্বামী বিবেকানন্দ ১৯০১ সালের এই দিনে রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠে দেবী দুর্গার সঙ্গে সঙ্গে কুমারী পুজোর প্রবর্তন করেছিলেন। তবে তারও তিন বছর আগে স্বামীজি প্রথম কুমারী পুজো করেন কাশ্মীরে গিয়ে এক মুসলমান শিকারা চালকের মেয়েকে দেখে তাঁর দেবী বলে মনে হয়েছিল বলে। এখন অবশ্য বেলুড় মঠ সহ আর যেখানেই কুমারী বা কন্যা পুজো হয়, সেখানেই বেছে নেওয়া হয় চার থেকে ছয় বছরের হিন্দু ব্রাহ্মণ ঘরের কন্যাকে। কিন্তু কলকাতার মৌসুমী ও তমাল দত্ত আজ তাঁদের পারিবারিক দুর্গাপূজার অষ্টমীতে স্বামীজির অনুকরণে পুজো করলেন তাঁর সহকর্মী মহম্মদ ইব্রাহিমের ভাইঝি, চার বছরের ফতিমাকে। দত্ত দম্পতির কথায়, দুর্গা তো মা, মায়ের কোনও জাত আছে নাকি? আজকের দিনে জাতপাত আর ধর্ম নিয়ে যে সঙ্কীর্ণতা চলছে আসল ধর্ম যে তার ঊর্ধ্বে, সেটা বোঝানোর জন্যই আমরা এক মুসলমান কন্যার পুজো করেছি। এতে রাজি হওয়ার জন্য ফতিমার বাবা-মায়ের উদারতারও প্রশংসা করেন তাঁরা। দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00


XS
SM
MD
LG