অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবানের সঙ্গে শান্তি অলোচনায় যুক্তরাস্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর আফগানিস্তান সফর


আফগানিস্তানে তালেবানের সঙ্গে শান্তি অলোচনা এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাস্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার আফগানিস্তানে অঘোষিত সফর করছেন।

আফগানিস্তানে তালেবানের সঙ্গে শান্তি অলোচনা এগিয়ে নেয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাস্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার আফগানিস্তানে অঘোষিত সফর করছেন।

রবিবার এ সফর সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেয়ার সময় এস্পার বলেন শান্তি আলোচনা এবং একটি সম্ভাব্য শান্তি চুক্তিই এর মূল, আর তার জন্যে রাজনৈতিক আলোচনারও প্রয়োজন রয়েছে।

গত এক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চলমান শান্তি আলোচনা গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করেই বন্ধ করে দেন। এর মাধ্যমে ১৮ বছর ধরে আফগানিস্তানে চলমান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছিল।

আফগানিস্তানে গত মাসে ঘটা সন্ত্রাসী হামলায় আফগান আসামরিক লোকজন ও আমেরিকান সেনা মারা যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ঐ আলোচনাকে মৃত ঘোষনা করেন।

XS
SM
MD
LG