অ্যাকসেসিবিলিটি লিংক

গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত অসমাপ্ত রেখে শেষ হলো মাদ্রিদ জলবায়ু আলোচনা


Spain Climate Talks
Spain Climate Talks

আগামী বছর কার্বন নি:সরণ কমানোর প্রতিশ্রুতির মধ্যে দিয়ে মাদ্রিদে রবিবার শেষ হয়েছে জাতীসংঘের দীর্ঘতম জলবায়ু আলোচনা। তবে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত অসমাপ্ত থেকে গেছে মাদ্রিদ জলবায়ু আলোচনায়।

আগামী বছর কার্বন নি:সরণ কমানোর প্রতিশ্রুতির মধ্যে দিয়ে মাদ্রিদে রবিবার শেষ হয়েছে জাতীসংঘের দীর্ঘতম জলবায়ু আলোচনা। তবে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত অসমাপ্ত থেকে গেছে মাদ্রিদ জলবায়ু আলোচনায়।

সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ বিশ্বের বেশ কিছু বড় দূষণকারী জলবায়ু সংকটে বলতে গেলে বাধার সৃষ্টি করছেন। তবে তর পরও আলোচনায় জলবায়ূ সংকট নিরসনে কিছু অগ্রগতি হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ২০৫০ সালের মধ্যে দুষণ শুন্যে নামানোর অঙ্গীকার করেছে। কার্বন নি:সরণ কমানোর নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থ দরিদ্র দেশগুলোকে অর্থায়নের বিষয়ে পরিস্কার কোনো সিদ্ধান্ত আসেনি।

সমালোচকদের অভিযোগ, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বড়-নির্গমন দেশগুলি এবারের মাদ্রিদ আলোচনার অগ্রগতি হয়তো আটকে দিতে পারে।

XS
SM
MD
LG