অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংশন চুড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংশন চুড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। সেনেটের শির্ষ ডেমোক্রেটরা অভিশংসন বিচার শুরুর আহবান জানানোর আগে ট্রাম্প প্রশাসনের তিন স্বাক্ষির শুনানী নিতে চাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংশন চুড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। সেনেটের শির্ষ ডেমোক্রেটরা অভিশংসন বিচার শুরুর আহবান জানানোর আগে ট্রাম্প প্রশাসনের তিন স্বাক্ষির শুনানী নিতে চাচ্ছেন।

সেনেটে সংখ্যালঘূ নেতা চাক শুমার সংখ্যাগুরু নেতা মিচ ম্যাককনেলকে রবিবার এক পত্রে হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিক মালভেনি এবং মালভেনির সহকারী রবার্ট ব্লেয়ার ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন ও বাজেট কর্মকর্তা মাইকেল ডুফিকে সাপিনা দেয়ার অণুরোধ করেছেন।

শুমার বলেন হাউজ কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ইম্পিচমেন্ট তদন্তের অংশ হিসাবে ঐ চার কর্মকর্তাকে শুনানীতে অশ নেয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তারা কেউ আসেন নি।

ম্যাককনেল বলেছেন তিনি ঐ অভিশংসন বিচারে হোয়াইট হাউজের সঙ্গে সমন্বয় করবেন। ম্যাককনেলের মুখপাত্র বলেন তিনি চাক শুমারের সঙ্গে বসে ঠিক করবেন কিভাবে কি করা হবে।

XS
SM
MD
LG